অবশেষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মুশফিকের বয়স এখন ৩৭ পেরিয়ে ৩৮ ছুঁইছুঁই। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার পর সমালোচকদের সমালোচনায় জর্জরিত উইকেটরক্ষক-ব্যাটার ও সাবেক অধিনায়ক অনেকটা বাধ্য হয়ে গতকাল সমাজমাধ্যমে বার্তায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। ওই বার্তায় মুশফিক বলেছেন, ‘আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে একটি বিষয় নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সঙ্গে ১০০ ভাগের বেশি দিয়েছি।’ ২৭৪ ওয়ানডের ২৫৬ ইনিংসে ৭ হাজার ৭৯৫ রান করা মুশফিক এখন শুধু টেস্ট খেলবেন। ওয়ানডে কারিয়ারে তিনি সেঞ্চুরি করেছেন ৯টি এবং হাফ সেঞ্চুরি ৪৯টি। ক্যাচ নিয়েছেন ২৪৩টি ও স্টাম্পিং ৫৬টি। ২০ বছরের ক্যারিয়ারে মুশফিক ৯৪ টেস্টে ৩৭.৭৭ গড়ে ৬ হাজার ৭ রান করেছেন। সেঞ্চুরি ১১টি ও হাফ সেঞ্চুরি ২৭টি এবং ক্যাচ নিয়েছেন ১১১টি ও স্টাম্পিং ১৫টি। টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২২ সালে।
টি-২০ ক্রিকেটে রান করেছেন ১০২ ম্যাচে ১ হাজার ৫০০ এবং ক্যাচ নিয়েছেন ৪২টি ও স্টাম্পিং ৩০টি। মুশফিকুর রহিম টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন। এখন তিনি ঘরোয়া ক্রিকেটে খেলছেন মোহামেডানের পক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ কোনো জয় পায়নি। তিনি রান করেছেন ২ ও ০। ছন্দহীন পারফরম্যান্সের জবাবে মুশফিক লিখেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।’ অবসরের সিদ্ধান্তের ঘোষণায় তিনি পবিত্র কোরআনের একটি আয়াতও উদ্ধৃত করেছেন, ‘ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুজিলু মান তাশা- এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন।’