গণপরিষদ নির্বাচনের দাবি রাজনৈতিক দলের কর্মসূচি, এটি সরকারের বিষয় নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় সরকার হবে, এ বিষয়ে সরকারের অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ঐকমত্যের ভিত্তিতে (এ বিষয়ে) সিদ্ধান্ত নেবে। গতকাল বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন। এ বিষয়ে তিনি আরও বলেন, একেকটা রাজনৈতিক দলের একেক ধরনের কর্মসূচি, সে তার কর্মসূচির বিষয়ে কথা বলবে, এট তো সরকারের বিষয় না।
জুলাই ঘোষণার বিষয়ে সব রাজনৈতিক দলের মতামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, শেষ যেটুকু আপনারা অগ্রগতি শুনেছিলেন, তারপর আর কোনো অগ্রগতি হয়নি। কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে কিন্তু সব রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠায়নি।
নির্বাচনসংক্রান্ত প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেই অবস্থানেই আছে সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তিনি। এ সময়টা কখন চূড়ান্ত হবে এটা প্রধান উপদেষ্টাই বলবেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে ‘নৈতিক পুলিশিং’ কিংবা ‘মব জাস্টিস’-এর কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে। মোহাম্মদপুরের সাম্প্রতিক ঘটনার বিষয়ে তিনি বলেন, সেখানে যা ঘটেছে, উভয় পক্ষ মিলে সে বিষয়ে আপসে স্বাক্ষর করেছে। তবে নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা সরকার সমর্থন করে না।
উপদেষ্টা পরিষদ রাজধানীসহ সারা দেশে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। এ ছাড়া বাজারমূল্যের চেয়ে কম দামে বাংলাদেশে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বঙ্গবন্ধু নভোথিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।