বছর ঘুরে আবারও এলো রহমত, মাগফিরাত আর নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান। শুরু হলো সংযম-সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস। খোশ আমদেদ মাহে রমজান। রোজা অনুযায়ী ২৬ রমজান মোতাবেক ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেকদর। ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। বিধান অনুযায়ী গতকাল রাতেই দেশের মসজিদে মসজিদে পবিত্র রমজান মাসের বিশেষ ইবাদত তারাবি নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে একই নিয়মে খতমে তারাবি পড়া হচ্ছে। তবে অনেক মসজিদে সুরা তারাবিও পড়া হচ্ছে। ভোর রাতেই সাহরি খেয়ে আজ রোজা রেখেছেন ছোট-বড় সব ধর্মপ্রাণ মুসলমান। পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।
পবিত্র কোরআন নাজিলের এই মাসটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য সপ্তাহজুড়ে ঘরে ঘরে চলছে নানা প্রস্তুতি। এবারও দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ রোজাদাররা। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র রমজান মাসের রোজা প্রতিপালনের জন্য সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সরকারি অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে। রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী রমজানের পুরো মাসে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মোট ৫ ঘণ্টা। এদিকে গত বৃহস্পতিবার পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে। শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুসলিমদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।