জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তাদের এককালীন ও মাসিক ভাতা, চাকরিতে অগ্রাধিকার, পুনর্বাসন, চিকিৎসাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধা প্রাপ্তি নিয়ে অনিয়ম রুখতে তাদের দেওয়া হবে বিশেষ পরিচয়পত্র। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, ইতোমধ্যে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা করা হয়েছে। আসছে মার্চ মাস থেকে শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার করে ভাতা পেতে পারেন। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আহতরা তিন ক্যাটাগরি চিকিৎসা ও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। আহত জুলাই যোদ্ধারা এ, বি ও সি ক্যাটাগরিতে বিভিন্ন সুবিধা পাবেন। এ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। বি ক্যাটাগরির (গুরুতর আহত) ৯০৮ জন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধাসরকারি কর্মসংস্থান প্রাপ্য হবেন। সি ক্যাটাগরির (আহত) তালিকাভুক্ত ১০ হাজার ৬৪৮ জন জুলাই যোদ্ধা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। সব জুলাই যোদ্ধা পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের প্রসঙ্গে ডেপুটি প্রেস সচিব জানান, সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যাওয়ার আগে নতুন অ্যাক্রেডিটেশন নীতিমালায় স্বাক্ষর করে গেছেন। নতুন নীতিমালায় সরকারের গুণগান প্রচারের বাধ্যবাধকতা রাখা হয়নি। এ ছাড়া আগে কাউকে এক বছরের জন্য অস্থায়ী, কাউকে স্থায়ী কার্ড দেওয়া হতো। এই বৈষম্য তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সব অ্যাক্রেডিটেশন কার্ডের মেয়াদ হবে তিন বছর।
শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১০, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
অভ্যুত্থানে ত্যাগ স্বীকারকারীরা পাবেন ভাতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর