অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ বৈঠক করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা গৃহযুদ্ধকবলিত রাখাইন রাজ্যে মানবিক সংকট মোকাবিলা এবং পশ্চিম মিয়ানমার থেকে নতুন রোহিঙ্গা শরণার্থী প্রবাহ রোধে জাতিসংঘের বিশেষ দূতের সহায়তা চান। এ সময় জলি বিশপ জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চ মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা রোহিঙ্গাসংকটের সমাধানের নতুন উপায় অনুসন্ধান এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শিবিরগুলোতে থাকা ১০ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার জন্য নতুন দাতাদের সংস্থান এবং মার্কিন পররাষ্ট্রনীতির পরিবর্তনের কারণে নতুন দাতা সংস্থানের চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ এই বছরের শেষের দিকে রোহিঙ্গাসংকট নিয়ে যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, সেখানে জুলি বিশপকে কেন্দ্রীয় ভূমিকা রাখার অনুরোধ জানান। এ সময় জুলি বিশপ বলেন, জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনকে একটি বড় সাফল্যে পরিণত করা জরুরি, কারণ এটি দীর্ঘদিনের রোহিঙ্গাসংকটের স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।