নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে রাজধানী ঢাকায় বিশাল জমায়েতের পরিকল্পনা করছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা। ২৬ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে ৩ লক্ষাধিক লোকের উপস্থিতিতে রাজনৈতিক দলের ঘোষণা দিতে চান তারা। ওই দিন সারা দেশ থেকে ঢাকায় আসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। সংগঠনের দুটি সূত্র থেকে এসব তথ্য জানা যায়। দলের অর্গানোগ্রাম, ঘোষণাপত্র, সময়সহ সবকিছু চূড়ান্ত হলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জানান দল গঠনের সঙ্গে জড়িত নেতারা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কর্মসূচিবিষয়ক উপকমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক দল হিসেবে নিজেদের শক্তিমত্তার জানান দিতে আত্মপ্রকাশের দিন সারা দেশ থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসবেন। আশা করছি, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব মিলিয়ে ৩ লক্ষাধিক লোকের জনসমাগম হবে। তিনি বলেন, অনেকেই আছেন যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। নতুন দলের সঙ্গে সংযুক্ত হতে চাইলেও আমরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারিনি। আত্মপ্রকাশের দিন তাদের আমাদের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। সাধারণ জনগণকে তরুণদের রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত করতে মঞ্চের আশপাশে একাধিক প্যাভিলিয়ন রাখা হবে। জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র ও মিডিয়া সেল প্রধান মুশফিক উস সালেহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত পাঁচ মাসে সারা দেশে থানা ও উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির ৩৮৫টি প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। সবকটি কমিটির প্রতিনিধিদের ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেশের প্রায় ৩০টি জেলা, চারটি মহানগরসহ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারাও উপস্থিত থাকবেন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে সূত্র জানায়, প্রথমে আহ্বায়ক কমিটি দিয়ে আত্মপ্রকাশ ঘটবে রাজনৈতিক দলের। এরপর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে কাউন্সিলের মাধ্যমে। আহ্বায়ক কমিটির পদপদবি নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে বিবাদ থাকলেও তা এখন অনেকটাই সমাধানের পথে। আহ্বায়ক কমিটিতে পদসংখ্যা বাড়িয়ে সব পক্ষের প্রতিনিধিদের অবস্থান নিশ্চিত করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি আহ্বায়ক কমিটিতে নারী ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্বও যেন থাকে সেই দিকটি নিয়েও ভাবছেন তরুণরা। নতুন দলের কমিটির কাঠামোয় শীর্ষ চারটি পদ- আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। এগুলোর সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ তৈরি করা হতে পারে। শীর্ষ এসব পদে পর্যায়ক্রমে আলোচনায় আছেন- নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আলী আহসান জুনায়েদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নারী ও সংখ্যালঘু কোটায় গুরুত্বপূর্ণ পদের ভাবনায় রয়েছেন সামান্তা শারমিন ও অনীক রায়।
শিরোনাম
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
- মনিকগঞ্জে ঈদ উৎসবে গ্রামীন খেলা অনুষ্ঠিত
সবার দৃষ্টি তরুণদের নতুন দলে
আত্মপ্রকাশ ২৬ ফেব্রুয়ারি
শরিফুল ইসলাম সীমান্ত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর