বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, সংস্কারের নামে যদি ষড়যন্ত্র করেন তাহলে বিএনপি মেনে নেবে না। অবিলম্বে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আমরা চাই না আপনারা ব্যর্থ হন।
১৬ বছরে বিএনপি নেতা-কর্মীদের নামে ১ লাখ ৫০ হাজার মিথ্যা মামলা হয়েছে। সংস্কার সংস্কার করে তালবাহানা করবেন না। গতকাল বিকালে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদে বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন। আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশে দুটি বড় দল আছে। এখন একটা। আরেকটা পালিয়ে গেছে। ওই দল যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের মানবাধিকার লুণ্ঠন করে। ২০০৮ সালের নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন। ফখরুদ্দীন-মইনুদ্দিন বিদেশিদের ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলেন। তারা ক্ষমতায় বসার পরপরই নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এ দেশের জনগণের ওপর অত্যাচার-নির্যাতন, লাঞ্ছনা-বঞ্চনা শুরু করে। যেমন বিডিআর হত্যাকা , সাগর-রুনি হত্যাকা , এরকম ১৬ বছরে প্রায় ৮ হাজার মানুষকে গুম-খুন করেছে আওয়ামী লীগ সরকার। মানুষের সর্ব প্রকার অধিকার হরণ করেছে। আর এ সরকার নাকি সংস্কার করবে। যদি আপনারা সংস্কার করতে চান প্রথম যেটা দরকার সেটা হলো- পালিয়ে যাওয়া আওয়ামী পেতাত্মাদের বিচার করতে হবে। তাদের আগে বিচারের সম্মুখীন করেন। যখন তাদের বিচার করতে পারবেন তখন বুঝব আপনাদের ক্ষমতা আছে।