বলিউড অভিনেতা রণবীর সিং ভিন্ন ধরনের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেন প্রতিটি সিনেমায়। বর্তমানে তার আসন্ন সিনেমা 'ধুরন্ধর' নিয়ে ব্যস্ত আছেন তিনি। এদিকে, বলিউডের 'ডন' ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কবে থেকে শুরু হবে ছবিটির শুটিং, তা নিয়ে ভক্তদের অপেক্ষার যেন অন্ত নেই।
শোনা যাচ্ছে, আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করবেন রণবীর সিং। এর পর আগামী জানুয়ারি থেকেই ফারহান আখতারের ছবির শুটিং শুরু করবেন। তার আগে ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করেই ‘ডন থ্রি’-এর জন্যও প্রস্তুতি নিতে শুরু করবেন রণবীর। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এবার নাকি ‘ডন থ্রি’-তে একেবারে অন্যরকমভাবে রণবীরকে পাবেন দর্শক। জেমস বন্ডের আদলে এই ছবিতে দেখা দেবেন রণবীর। ছবিতে তার সঙ্গে দেখা যাবে কৃতি শ্যাননকেও।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের অংশের শুটিং শেষ হলেও বাকি অংশের শুটিং চলবে আরও বেশ কিছুদিন। এরপর ছবির পোস্ট প্রোডাকশন এবং ছবির বেশ কিছু কাজ শেষ করতে লাগবে আরও খানিকটা সময়। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন লুকে ধরা দেবেন রণবীর সিং।
বিডি প্রতিদিন/এএম