দর্শকদের ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন, অর্থাৎ ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
সমসাময়িক খবর, অনুসন্ধানী প্রতিবেদন, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বিভিন্ন কনটেন্টের মাধ্যমে দর্শক ও পাঠকদের আস্থা অর্জন করে এই সাফল্য এসেছে।
এই বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার অর্জন কেবল একটি সংখ্যা নয়, বরং সত্য সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি বাংলাদেশ প্রতিদিনের অঙ্গীকারের প্রতিফলন। পাঠক এবং দর্শকদের বিশ্বাস ও ভালোবাসার কারণেই এই চ্যানেলটি এখন কেবল একটি ইউটিউব চ্যানেল নয়, এটি সত্য সন্ধানের এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
‘আমরা জনগণের পক্ষে বাংলাদেশ প্রতিদিন’ - এই স্লোগানকে সামনে রেখে দেশবাসীর আস্থা অর্জন করে চলেছে এই সংবাদমাধ্যম।
বিডি প্রতিদিন/হিমেল