শরীয়তপুরের পালং মডেল থানার রূপনগর এলাকায় গৃহকর্মী নাজমা বেগমকে (৪০) গলায় গামছা পেঁচিয়ে হত্যার ঘটনায় ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে র্যাব।
র্যাব-৮, বরিশাল ও র্যাব-১০, ঢাকা’র যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে মূল আসামি শহিদুল ইসলাম ওরফে রিপন মোল্যা (৪৫) কে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে মাদারীপুর র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
তিনি জানান, ২১ অক্টোবর সকালে নাজমা বেগমকে নিজ ফ্ল্যাটে হত্যা করা হয়। পরে তার ছেলে নিরব স্কুল থেকে ফিরে মাকে মৃত অবস্থায় পায়। হত্যার পর রিপন ও তার সহযোগীরা স্বর্ণালংকার ও নগদ ৭৫০০ টাকা লুট করে পালিয়ে যায়।
র্যাব রিপনের কাছ থেকে লুণ্ঠিত টাকা ও স্বর্ণের বালা উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যার দায় স্বীকার করেছে। তাকে আলামতসহ পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, ক্লুলেস হত্যাসহ সব অপরাধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত