প্রিমিয়ার লিগে লিভারপুল আবারও হারের স্বাদ পেয়েছে। শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে আর্না স্লটের দল ৩-২ গোলে পরাজিত হয়। এই হারের মাধ্যমে লিভারপুলের টানা চতুর্থ হার নিশ্চিত হলো।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। পঞ্চম মিনিটে বাঁ দিক থেকে লম্বা থ্রোয়ে ড্যাঙ্গো হেড পাস ধরে ভলিতে গোল করেন। ৩৮তম মিনিটে ব্রেন্টফোর্ড আরও একবার শাডারের গোলে ব্যবধান দ্বিগুণ করে। তবে প্রথমার্ধের যোগ সময়ের ৫ম মিনিটে লিভারপুলের মিলোস কেরকেজ ব্যবধান কমান।
দ্বিতীয়ার্ধে ইগর থিয়াগো পেনাল্টিতে ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করেন। শেষ দিকে মোহামেদ সালাহ একটি চমৎকার গোল করলেও লিভারপুল আর ম্যাচের সমতা ফিরিয়ে আনতে পারেনি।
পরিসংখ্যান বলছে, ম্যাচে পজেশনে পিছিয়ে থাকা ব্রেন্টফোর্ড ১৭টি শটের মধ্যে ৮টি লক্ষ্যভেদ করেছে, আর লিভারপুলের ১৭ শটের মধ্যে ৫টি শটই লক্ষ্যভেদ।
সব প্রতিযোগিতা মিলিয়ে, লিভারপুল সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়েছিল, তবে প্রিমিয়ার লিগে তারা এখনো ধীর গতিতে এগোচ্ছে। ৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ১৫, তারা ষষ্ঠ স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা