একটি-দুটি নয়, তিনটি ম্যাচে জয় হাতছাড়া করেন নিগার সুলতানারা। পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে দারুণ সূচনা করে বাংলাদেশ। এরপর সুযোগ এসেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারানোর। নিগারবাহিনী তিনটি ম্যাচই হেরেছে নিজেদের ভুলে। হয় ক্যাচ মিসে, না হয় বাজে ব্যাটিংয়ে, অথবা বাজে বোলিংয়ে। যদি ম্যাচ তিনটি জিততে পারত, তাহলে নারী বিশ্বকাপে দ্বিতীয়বার খেলতে এসেই সেমিফাইনাল খেলার সুযোগ পেত। কিন্তু সুযোগ হয়নি। মুম্বাইয়ের পাতিলে স্বাগতিক ভারতের বিপক্ষে আজ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামছেন নিগাররা। হারমানপ্রীত কাউরদের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ হবে নিগারবাহিনীর। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর লড়াই করে হেরেছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। অবশ্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি। বাংলাদেশের বিশ্বকাপ শেষ হচ্ছে। আজ সকালে বিশাখাপট্টমে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইতোমধ্যে বিশ্বকাপের সেমিফাইানালের চার দল চূড়ান্ত হয়েছে। ২৯ অক্টোবর গুয়াহাটিতে প্রথম সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের প্রতিপক্ষ সম্ভবত দক্ষিণ আফ্রিকা। ৩০ অক্টোবর পাতিলে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। ফাইনাল ২ নভেম্বর পাতিলে। বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি। তার পরও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রশংসা করেছেন নিগারদের। বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘পুরুষ দলের আগে নারী দল বিশ্বকাপ জিতবে, ছেলেরা অবশ্যই ভালো করবে ক্রিকেটে। আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে হয়তো আমাদের আজকে পাঁচটি জয় হতো, সেমিফাইনাল খেলার মতো একটি দল হতে পারতাম। আমরা ভুল থেকে শিখছি। আমরা আপনাদের নিরাশ করব না।’
বিশ্বকাপে বাংলাদেশের পেসার মারুফা খাতুন সুইংয়ে আলোড়ন তুলেছেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টানা ২ বলে ২ বোল্ড করে টনক নাড়িয়ে দেন ক্রিকেট বিশ্বকে। এ ছাড়া লেগ স্পিনার স্বর্ণা আক্তার ঝোড়ো গতির হাফ সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটি হাফ সেঞ্চুরি করেছেন সোবহানা মুস্তারি ও শারমীন আক্তার সুপ্তা, একটি করে হাফ সেঞ্চুরি করেছেন নিগার, স্বর্ণা ও রাবেয়া হায়দার ঝিলিক। সবেচেয় বেশি ৭ উইকেট পেয়েছেন রাবেয়া খান। এখন পর্যন্ত ৬টি করে উইকেট পেয়েছেন স্বর্ণা, ফাহিমা আক্তার, নাহিদা আক্তার ও মারুফা।