বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় গেল মে মাসে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন নুসরাত ফারিয়া। এরপর এক দিন পর কারামুক্তও হন। কারাগার থেকে বেরিয়ে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
সেসময় এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, 'গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।'
এরপর গণমাধ্যম থেকে শুরু করে কোথাও আর কথা বলতে দেখা যায়নি নুসরাত ফারিয়াকে। রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া জানান, সে কেবল শক্তিশালী নয়— সে খাঁটি শক্তি।
তিনি লিখেন, 'মানুষ অনেক কিছু বলবে—সে এমন, সে তেমন। কিন্তু তারা সত্যিটা জানে না। ভেতরে ভেতরে সে প্রতিদিন ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে নিজেকে নতুনভাবে গড়ছে এবং নিজের একটি শক্তিশালী সংস্করণ তৈরি করছে। একেকটা মুহূর্তে সে নিজের শক্তিকে নতুন সংজ্ঞা দিচ্ছে। একদিন বুঝবে, সে কেবল শক্তিশালী নয়—সে খাঁটি শক্তি।'
এরপর সবশেষে তিনি লিখেন, ‘এটাই প্রতিদিনের আমি।’ নুসরাত ফারিয়ার এমন পোস্ট যে নিজেকে নিয়ে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। সেই পোস্টে অসংখ্য অনুরাগী তাকে সাধুবাদ জানাচ্ছেন।
বিডি-প্রতিদিন/শআ