বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা পরিষদ চত্বরে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এ.বি.এম. মুমিনুল হক, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. তরিকুল ইসলাম রুমা, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করছে। তারা দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল