মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য এস এ জিন্নাহ কবীর, সদস্য আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, নাছির উদ্দিন আহমেদ যাদু, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, রফিক উদ্দিন ভুইয়া হাবু, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ও সদস্য সচিব তুহিনুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই