সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে এবার শোনা যাবে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’।
‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’-এমন কথায় গানটি লিখেছেন আব্দুল ও সোহানা দম্পতি। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি ফাহমিদা নবীর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন আব্দুল।
গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, "এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা গানটি এত বেশি ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী ও উচ্ছ্বসিত।"
আগামী মাসের শুরুতে সিলেটে গানটির দৃশ্যধারণ করা হবে। এরপর ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। ফাহমিদা নবী তার ইউটিউব চ্যানেলে এখন নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন। ‘ফাহমিদা নবী’ নামের চ্যানেলটিতে গেল জুনে প্রকাশ করেছেন গজল আঙ্গিকের গান 'একজন তুমি খুঁজছি'। এর আগে জানুয়ারিতে এসেছিল এই শিল্পীর ‘কাছের মানুষ’ গান।
এই শিল্পীর অ্যালবামগুলোর মধ্যে আছে ‘এক মুঠো গান’, ‘এক মুঠো গান-২’, ‘দুপুরে একলা পাখি’, ‘তুমি কি সেই তুমি’, ‘মনে কি পড়ে না’, ‘চারটা দেয়াল হঠাৎ খেয়াল’, ‘তবু বৃষ্টি চাই’, ‘ইচ্ছে হয়’, ‘আমারে ছুঁয়েছিলে’ (নজরুলগীতি), ‘তুমি অভিমানে’ সহ আরও কিছু গান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ