বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পাচ্ছে নতুন রূপ। টুর্নামেন্টের আয়োজন আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের করতে এবার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ‘আইএমজি’র হাতে।
দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও নানা সমালোচনা থেকে বের হতে পারেনি দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি। সেই সমালোচনার রাশ টানতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে বড় পদক্ষেপ।
বিসিবির সর্বশেষ বোর্ড সভায় (১ সেপ্টেম্বর) ‘আইএমজি’-কে আগামী তিন মৌসুমের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, আইএমজি এর আগে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলেও কাজ করেছে।
এর আগে বিসিবি আগ্রহী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দেয়। সাড়া দেয় ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মোট সাতটি প্রতিষ্ঠান। পরে প্রাথমিক বাছাইয়ে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেয় বিসিবি। সেখান থেকে তিনটি প্রতিষ্ঠানকে রাখা হয় সংক্ষিপ্ত তালিকায়।
অবশেষে সব দিক পর্যালোচনা করে, অভিজ্ঞতা ও সক্ষমতার ভিত্তিতে আইএমজিকেই বেছে নিয়েছে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু কয়েকদিন আগেই জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত নিতে কিছু সময় লাগবে।
বিডি প্রতিদিন/মুসা