ফরিদপুরের ভাঙ্গায় একটি বাগানে গাছের মগডাল থেকে রসমত সরদার (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে পুলিশ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের একটি বাগানের মেহগনি গাছের মগডাল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি মানিকদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদীপুর গ্রামের বাসিন্দা।
মানিকদহ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিদুল ইসলাম বলেন, রাজাপুর গ্রামের জেলেকা বেগমের মেহগনি বাগানে সোমবার দুপুর ১২টার দিকে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়রা মেহগনি গাছে ঝুলন্ত একটা লাশ দেখতে পায়। লাশটি ৫০-৬০ ফুট উপরে মেহগনি গাছের মগডালে গামছা দিয়ে ঝুলছিল। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তি মানিকদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামের বাসিন্দা।
সাদিপুর গ্রামের বাসিন্দা ও মানিকদহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সীমা রানী ধর বলেন, রসমত সরদার কৃষি কাজ করতেন। তিনি এক ছেলে ও তিন মেয়ের বাবা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গাছ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই