ফের আইনি ঝামেলায় পড়লেন কঙ্গনা রানাওয়াত। ২০২০-২০২১ সালে দিল্লিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। তাতে অংশ নেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকেরা। সেই আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্য ঘিরে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। সেই মন্তব্যের নিরিখে মানহানির মামলা করা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের কাছে সেই অভিযোগ তুলে নেওয়ার আবেদন করেছিলেন কঙ্গনা নিজে। কিন্তু শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
জানা গেছে, হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, কঙ্গনার বিরুদ্ধে ওঠা নির্দিষ্ট এই অভিযোগগুলি খণ্ডন করা যাবে না। কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সি বাসিন্দা মহিন্দর কৌর। তাকে নিয়ে মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী সাংসদ। কঙ্গনা মহিন্দরের ছবি ভাগ করে নিয়ে লিখেছিলেন, তিনি নাকি শাহিনবাগের বিলকিস বানো। এমনকি, কঙ্গনা দাবি করেছিলেন, কৌর-এর মতো মানুষকে ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদ আন্দোলনে নিয়ে আসা যায়।
২০২২ সালের ঘটনা এটি। কঙ্গনার বিরুদ্ধে সমন জারি হয়। আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয় তাকে। এর পরেই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা। এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে পাঞ্জাবের স্থানীয় আদালতে কঙ্গনাকে হাজিরা দিতেই হবে এবার।
উল্লেখ্য, বিতর্কে থাকা প্রায় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে কঙ্গনার। গত বছর লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা। তবে সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে কঙ্গনা দবি করেছেন, তিনি যেমন ভেবেছিলেন, তেমন ভাবে রাজনীতি উপভোগ করছেন না।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম