ভারতীয় বাংলা সিনেমায় হাতে গোনা কিছু সিনেমায় গান গেয়েছেন সদ্য প্রয়াত গায়ক জুবিন। কিন্তু তার প্রতিটা গানই তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। টলি অভিনেত্রী শুভশ্রীর অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পরাণ যায় জ্বলিয়া রে’তে ‘আমি তোমারই থাকব’ গানটি গেয়েছিলেন জুবিন। সে বছর দারুণ জনপ্রিয় হয়েছিল গানটি। বহরমপুরে এক অনুষ্ঠানে গিয়ে গানে গানেই জুবিনকে শ্রদ্ধা জানালেন শুভশ্রী। ‘আমি তোমারই থাকব’ গানটি নিজে গেয়েছেন। গাইতে গাইতে তিনি বলেন, ‘জুবিন দা আমরা সারা জীবন তোমারই থাকব।’ শুভশ্রী ছাড়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়সহ অনেকেই শোক প্রকাশ করেছেন। জুবিনের মৃত্যুর পর থেকেই শোকাচ্ছন্ন পাপন। গায়কের উদ্দেশে তিনি লেখেন, ‘তোমার কথা খুব মনে পড়ছে ভাই। যেখানেই থাকো, ভালো থেকো।’ সেখানেই আসাম সরকারের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন জুবিনের বন্ধু।