ঢালিউডের যেসব কিংবদন্তি শিল্পী প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শিরোনামের এ অনুষ্ঠানটি গতকাল বিএফডিসিতে শিল্পী সমিতির আঙিনায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কোরআন খতম, স্মরণসভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করে শিল্পী সমিতি। এরপর দেশবরেণ্য অভিনয়শিল্পী সোহেল রানা, আলমগীর, আনোয়ারা, শবনম, খালেদা আক্তার কল্পনা, আহমেদ শরীফ, নূতন, নাঈম-শাবনাজ, বাপ্পারাজ-সম্রাট, রাশেদা আক্তারসহ পরের প্রজন্মের অনেক জনপ্রিয় তারকা স্মৃতিচারণা করেন প্রয়াত কিংবদন্তি তারকাদের। এ উদ্যোগের নেপথ্যে ছিলেন শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি মাসুম পারভেজ রুবেল, সহসাধারণ সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, রুমানা ইসলাম মুক্তি, রিয়ানা পারভীন পলি, সনি রহমান, শিবা শানু।