অভিনেত্রী মারিয়া হোসেন শান্ত। ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি কাজ করছেন মডেলিং ও বিজ্ঞাপনচিত্রে। তাঁর অভিনীত বেশকিছু কাজ দর্শক প্রশংসা কুড়িয়েছে। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথোপথনে- পান্থ আফজাল
নতুন কী কাজ করছেন?
বেশকিছু নাটকের কাজ করেছি। তাও প্রায় ১৩টির মতো হবে। মূলত এখন ঈদের শুটিং নিয়েই যত ব্যস্ততা। শুটিংয়ের জন্য সকালে গিয়ে অনেক রাত পর্যন্ত শুটিং করতে হয়। যদিও আমি বিরতি দিয়ে শুটিং করি। যে জন্য মাঝে মাঝে শুটিং রাখি না। কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছি।
কাজ কম কেন করছেন?
চাই ভালো কাজ দিয়েই দর্শক চিনুক। মাঝের সময়ে পরীক্ষার জন্য কিছুদিন কম কাজ করেছি। পড়াশোনা ও অভিনয় একসঙ্গে খুবই কঠিন। কিছু কাজ সময়মতো রিলিজ হয়নি। এবার ঈদের জন্য যেসব নাটকে অভিনয় করেছি যেসবের কয়টি মুক্তি পাবে বলতে পারছি না। তবে সময়মতো কাজগুলো মুক্তি পেলে এ বিরতি চোখে কেউ বুঝতে পারত না।
নাটকে অভিনয়ের শুরু...
শুরুটা বান্না (মাবরুর রশীদ বান্না) ভাইয়ের হাত ধরে। তাঁর পরিচালনায় ‘স্পর্শের ছোঁয়া’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করি। তারপর থেকে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কাজ করেছি। যদিও ‘লাফাঙ্গা’ প্রথম মুক্তি পায়। ‘লাফাঙ্গা’য় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ হয়। সেই সূত্রেই পরিচালক হৃদয় ও অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে দেখা। হঠাৎই কাজটা হয়ে যায়।
অভিনয়ে আগ্রহী কি আগে থেকেই?
যখন চতুর্থ বা পঞ্চম শ্রেণিতে পড়ি তখন আমার আশপাশের সবাই আমাকে ‘মডেল’, ‘নায়িকা’ বলে ডাকত। তখন আমরা মতিঝিলের রেলওয়ে অফিসার্স কলোনিতে থাকতাম। গানের ক্লাসে যাওয়ার সময় অনেকে বলত- ‘এই দেখ দেখ, নায়িকা যাচ্ছে।’ মানুষজন মনে হয় ওই বয়সে আমার মগজে ঢুকিয়ে দিয়েছে যে আমি যেন বড় হয়ে অভিনয় পেশা বেছে নিই।
একটু বুঝেশুনে কাজ করছেন মনে হয়?
হুমম... আসলে নতুন অভিনেত্রী হিসেবে গল্প দেখে কাজ করছি। এখনই ভিউ বা ভাইরালের জন্য কিছু করছি না। আমার ভালো লাগলে তবেই করা হয়। ‘ভাইভাম্যান’ সেরকমই একটি গল্প।
রোমান্টিক ও রহস্যধর্মী তেমন চরিত্রের সন্ধান পেয়েছেন?
বেশ কয়েকটি রোমান্টিক গল্পে কাজ করেছি। বেশকিছু কাজ করেছি তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনেক কাজ মুক্তি দেওয়া হয়নি। এখনো মুক্তির অপেক্ষায় আছে বেশকিছু। এগুলোর বেশির ভাগই রোমান্টিক। তবে রহস্যগল্প সেভাবে পাইনি।
থ্রিলার ও রোমান্টিক জনরার প্রতি আলাদা ভালো লাগা কেন?
নির্দিষ্ট কারণ বলতে পারব না, তবে এ ধরনের কাজ বেশি কানেক্ট করতে পারি। যদিও থ্রিলার করার জন্য অনেক বেশি অভিজ্ঞতা দরকার।
সিনেমা নিয়ে কী ভাবছেন?
এখনো ভাবছি না। আমার মা নাটক পছন্দ করেন। যখন বিজ্ঞাপনচিত্রে কাজ করতাম তখন মা বলতেন- ‘তুই যদি বাড়তি আর কিছু করিস, তাহলে নাটকে অভিনয় করিস।’ তাই মায়ের ইচ্ছায় নাটকে অভিনয় করা।
অভিনয়-পড়াশোনা, সমন্বয় করছেন কীভাবে?
আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড জার্নালিজমে পড়ছি। এখন সেকেন্ড সেমিস্টার চলে। অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা আছে। ভালো গল্পে নিয়মিত কাজ করাসহ পড়াশোনাটা শেষ করতে চাই।