এ সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টেলিভিশন, ওটিটি কিংবা বড়পর্দা-সব মাধ্যমেই সপ্রতিভ তিনি। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। তাই এ সময়ের আলোচিত নির্মাতারাও তাঁকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। নতুন ওয়েব কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন। তাঁর সঙ্গে কথোপকথনে- পান্থ আফজাল
হাউ সুইট! আপনি নাকি অন্য কিছু?
হাহাহা...এইটা দর্শকেরাই ভালো বলতে পারবেন। তবে ‘হাউ সুইট’ অমি ভাইয়ের নির্মিত ওয়েব ফিল্ম, যেটি আসছে এই ঈদে। বঙ্গর জন্য নির্মিত এটি একটি রোমান্টিক স্বাদের কমেডি ফিল্ম।
কাজ কি শেষ এটির?
হুম্। কাজ শেষ। এবার দর্শকদের জন্য সামনে আসার অপেক্ষায়। দেখা যাক।
শুটিং কোথায় হয়েছে?
ঢাকা এবং দেশের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে। আরেকটা কথা, এতে একটি রোমান্টিক ও একটি আইটেম গানও রয়েছে।
অমির ‘হাউ সুইট’এর মাধ্যমে অপূর্বের সঙ্গে ফের কাজ...
হুমমম...‘হাউ সুইট’ দিয়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে আবারও ওটিটিতে কাজ হলো। ওটিটিতে আমি আর অপূর্ব ভাইয়ের সঙ্গে এর আগে কাজ হলেও বেশি করেছি নাটকে কাজ। নতুন কাজটিও ভালো হবে।
অভিনেতা অপূর্ব কেমন?
আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে। তাঁর মতো একজন সুপার স্টার আমি নিউকামার হওয়ার পরেও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে অনেক কাজ করেছি। জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শক গ্রহণ করেছেন।
অপূর্বর কোন দিকটা আপনার কাছে বিশেষ?
অভিনয়ের সময় অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে। অভিনয়ের সময় তাঁর চোখে তাকিয়ে অভিনয় করা আমার জন্য কঠিন হয়ে যায়।
অমির সঙ্গেও তো অনেক কাজ হয়েছে...
আসলে আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। এক্স বয়ফ্রেন্ডে যদি তিনি আমাকে ব্রেক না দিতেন হয়তো আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে। সবশেষ অসময়ে আমাকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন।
নতুন সিনেমা ‘ইনসাফ’-এর ফাস্ট লুকে হাতে পিস্তল, নিশানায় অপলক দৃষ্টি...
এটি সঞ্জয় সমদ্দার দাদার নির্মিত সিনেমা। জুটি হিসেবে আমার সঙ্গে থাকছেন শরিফুল রাজ। আরও রয়েছেন মোশাররফ করিম ভাই।
এর আগে কাজের সময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন...
হ্যাঁ, চক্র করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে- কাজটি করা আমার ঠিক হচ্ছে কিনা? এরপর তো অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে ‘চক্র’ এলো। এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলব- এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়।
‘প্রতীক্ষা’ কি হচ্ছে?
না। আসলে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে সে সময় ওয়ার্কশপ ও শুটিংয়ে যোগ দিতে পারিনি। তাই করিনি।