ভারত ও বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে লক্ষ্মণ উটেকরের ‘ছাবা’। মারাঠা সম্রাট সাম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত এ ছবির নাম ভূমিকায় আছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে রাশমিকা। ছবিটির নির্মাণ ও প্রচারণায় ব্যয় হয়েছে ১৩৪ কোটি রুপি। মুক্তি পেয়েছে ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যেই বক্স অফিস থেকে তুলে নিয়েছে প্রায় ৫১০ কোটি রুপি! এখনো কমছে না ছবিটির তেজ। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, এ উইকেন্ডে ছবিটি ৬০০ কোটির মাইলফলক অতিক্রম করে ফেলতে পারে। ‘ছাবা’র আগে রাশমিকাকে পরপর দুটি ব্লকবাস্টার হিট ছবিতে দেখা গেছে। একটি সুকুমারের ‘পুষ্পা-২ : দ্য রুল’-এ। এটি ২০২১-এর ছবি ‘পুষ্পা : দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি। প্রায় ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। একের পর এক ভেঙেছে রেকর্ড। বিশ্বব্যাপী আয় করেছে এক হাজার ৮০০ কোটি রুপির বেশি। এ ছবিতে রাশমিকার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।