সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন শবনম বুবলী। ক্যারিয়ারের ৯ বছরে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার বুবলী নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। নাম লেখালেন প্রযোজনায়। গতকাল নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। তাঁর প্রতিষ্ঠানের নাম বিগ প্রোডাকশন। এখান থেকে তৈরি হবে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য, মিউজিক ভিডিও। শুরু হবে নাটক দিয়ে। যেটি নির্মিত হবে আগামী কোরবানির ঈদকে কেন্দ্র করে। সিনেমার ঘোষণা আসবে আগামী বছর। গতকাল এমনটা জানিয়েছেন বুবলী। ভালো কনটেন্ট ও দর্শকের অভাবে লোকসানের মুখে আজকাল প্রযোজনায় আগ্রহ হারাচ্ছেন প্রায় সবাই। সেখানে ঝুঁঁকি নিয়ে প্রযোজনায় এলেন বুবলী। তিনি বলেন, ‘প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রোডাকশন হাউসের সিনেমায় অভিনয় করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা। এ প্রতিষ্ঠানের সঙ্গে অনেক অভিজ্ঞ মানুষ যুক্ত হচ্ছেন।