কেমন আছেন? অবশেষে প্রকাশ্যে আসতে হলো আপনাকে...
এই তো আছি। সবই তো জানেন। আসতে হলো আর কি। তবে সামনে আসাটা দরকার ছিল। আমি কখনোই চাইনি ব্যক্তিগত বিষয় সামনে আসুক। একেবারেই কথা বলতে চাইনি কোনো বিষয়ে। তবে কিছু বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন ছিল।
কেউ খুঁজে পাচ্ছিল না, কোথায় থাকতেন?
আসলে সেই সময়ে আমি আর আদনান আমাদের মতো সংসার শুরু করেছি। আমরা ধানমন্ডিতে থাকতাম।
গোপনে বিয়ে করলেন, অথচ একসময় বলতেন বিয়ে করতে ভয় পান আপনি...
হ্যাঁ। আসলেই বিয়ে নিয়ে আমার খুব ভয় ছিল। কোনোদিন বিয়ে করতাম না। সেরকম কোনো পরিকল্পনাও ছিল না। তবে একটা সময় পরিবেশ-পরিস্থিতির কারণে বিয়ে করতে হয় আমাকে।
সেটা কবে?
২০২০ সালে। নভেম্বরে বিয়ে করি আমি আর আদনান। আদনানের সঙ্গে পরিচয় অনেক আগে থেকেই। বাসায় আসা-যাওয়া ছিল। যাই হোক, বিয়েটা হয়েছিল বাসায় কাজি ডেকে। সেখানে আমার আত্মীয়স্বজন ছিলেন। আর বিয়েতে আমার মাকে ডাকিনি। হয়তো এটা বিশ্বাস করবে না কেউ, কিন্তু এটাই সত্য। আমার মা চাইত না আমি বিয়ে করে সংসারী হই।
মা চাইত না কেন? তার আগে কী ঘটেছিল, বলা যাবে?
আসলে ২০১৯ সালে বাসায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেদিন অনেক বড় অংকের টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি হয়। পরে রমনা থানায় যাই। সেদিন আদনানকেও ডাকি। থানায় গিয়ে দেখলাম আমার ভাইবোনেরা। ঘটনাচক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো, আমি কারও কাছে নিরাপদ নই। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না। সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এ পুরো সময় আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি। ওই সময় এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত। ২০২০ সালের দিকে আবার জটিলতা শুরু হয়। তখনো ভাবলাম, আমাকে মা-বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি। যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গাজমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন, রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা- হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে হতো।
সিনেমায় তো কাজ করতে পারতেন?
তখন তো সংসার করাটাই মুখ্য ছিল আমার। স্বামী যেভাবে চেয়েছে সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছি।
তাহলে আর সিনেমায় অভিনয় করবেন না?
হ্যাঁ। আমি কিন্তু অনেকবার বলেছিও বিয়ের পর সিনেমা ছেড়ে দেব। আমার স্বামী না চাইলে সিনেমায় কাজ করব না। এখনো তাই বলছি।