কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের মধ্যবাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযান চলাকালে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের পলিথিন ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
বিডি-প্রতিদিন/মাইনুল