কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মরা গাছতলায় সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা বিশাল অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
অভিযানকালে প্রায় ২৫০টি অবৈধ দোকান, কাঠের ঘর, আড়ত ও বিভিন্ন অস্থায়ী বাণিজ্যিক স্থাপনা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে মরা গাছতলার এই বাজারটিকে কেন্দ্র করে এলাকায় মাদক লেনদেন, ইয়াবা পাচার, সিগারেট ও অন্যান্য পণ্য চোরাচালান, অবৈধ টাকা লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তার লাভ করেছিল। রাতের অন্ধকারে দোকানগুলোর আড়ালে চোরাই মালামাল পাচার এবং অপরাধী চক্রের গোপন বৈঠকের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল পুরো এলাকা।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী এবং উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান। তাদের সঙ্গে ছিলেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বনকর্মী, আনসার ও সংশ্লিষ্ট দপ্তর। অভিযান চলাকালে ভারী যন্ত্র দিয়ে স্থাপনা ভাঙচুর করা হয় এবং পুরো এলাকা দখলমুক্ত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘সংরক্ষিত বনভূমি দখল করে কোনো অবস্থাতেই স্থাপনা গড়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। মরা গাছতলার অবৈধ বাজারে মাদক, চোরাচালান, রাজস্ব ফাঁকি—সবই চলছিল।
জনগণের স্বার্থে কঠোরভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘এটি সম্পূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। দখলদাররা বছরের পর বছর অবৈধভাবে দোকান ও বাজার তৈরি করে বন ধ্বংস করেছে। অভিযানে পুরো বাজার উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করা হয়েছে। পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি জোরদার করা হবে বলেও তিনি জানান।’
বিডি-প্রতিদিন/তানিয়া