ভারত ও পাকিস্তান যুদ্ধ থামানোয় আবারও নিজের কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে বিশেষ ভাষণে তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর তারা সংঘাত (যুদ্ধ) বন্ধে রাজি হয়।
ট্রাম্পের ভাষ্যমতে, দুই দেশের নেতা প্রথমে বিরোধ প্রকাশ করলেও তিনি (ট্রাম্প) দৃঢ় ছিলেন। তিনি বলেন, তারা বলল-আমরা এটা পছন্দ করি না। আমি বললাম, আমার কিছু যায় আসে না।
ট্রাম্প আরও দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পরে ফোন করে তার হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন- আমি মিলিয়ন মানুষকে বাঁচিয়েছি। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোন করে সংঘাত বন্ধের বিষয় নিশ্চিত করেন। ট্রাম্পের এই বক্তব্য পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি সাধারণত ইসলামাবাদ নিয়ে এত সরাসরি মন্তব্য করেন না।
ভাষণে ট্রাম্প আরও বলেন, তিনি বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে মূলত অর্থনৈতিক চাপ ব্যবহার করেছেন। তিনি দাবি করেন, আটটি সংঘাতের মধ্যে পাঁচটি অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের কারণে সমাধান হয়েছে। অন্য কোনও প্রেসিডেন্ট এমন করতেন না। সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে, গালফ নিউজ
বিডি প্রতিদিন/একেএ