পাবনার ভাঙ্গুড়া বাজারের সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমান জিয়া দর্জির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকালে আটঘরিয়া উপজেলার মাজপাড়া এলাকার একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জিয়া ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সারুটিয়া মহল্লার বাসিন্দা ও মৃত শাহজাহান আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভাঙ্গুড়া বাজারের দোকান থেকে নিখোঁজ হন জিয়া। ঘটনার দিনে দুপুরেখাবার নিয়ে দোকানে যান তার ছোট ছেলে ইজাজ হোসেন। ছেলে ইজাজ দোকানে গিয়ে জানতে পারেন, কাউকে কিছু না বলে দোকান থেকে বেরিয়ে গেছেন তার বাবা।
পরে দোকানে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, “দোকান আর সংসার চালাতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। চিরকুটে তার নাম ও তারিখ উল্লেখ ছিল।
নিখোঁজের ঘটনায় রাতেই ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার পরিবার জানতে পারে, ঈশ্বরদী-ঢাকা রেলপথের আটঘরিয়ার রোকনপুর ৯ নম্বর রেলব্রিজ এলাকায় ট্রেনে কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ। পরিবারের লোকজন জিয়ার মরদেহ সনাক্ত করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে, উদ্ধার হওয়া চিরকুটটি থানায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/তানিয়া