আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়ে তারেক রহমানকে উপহার দেবো। নোয়াখালীতে তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এ কথা বলেন। জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে জেলা বিএনপির সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুক্রবার সন্ধ্যায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি প্রার্থী মো. শাহজাহান। নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির মনোনীত এমপি প্রার্থী জয়নাল আবেদীন ফারুক ও বেগমগঞ্জে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পৃথক পৃথক সমাবেশে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম