দেশের কর্মসংস্থানের প্রধান মাধ্যম বেসরকারি খাত। গত ১৩ মাসে এ খাতটি যে গভীর সংকটে তার সাক্ষ্যপ্রমাণ মেলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির চিত্রে। দেশের ইতিহাসে কর্মসংস্থানসংশ্লিষ্ট ওই খাতে ঋণ প্রবৃদ্ধির হার এখন সর্বনিম্নে। সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বেতহস্তীসদৃশ সরকারি কর্মচারী-কর্মকর্তাদের পুষছে। যাদের দ্বারা এ জাতির দুর্নীতি ছাড়া আর কোনো প্রাপ্তি আছে কি না, সন্দেহ। দেশের ব্যবসাবাণিজ্যে যে দৈন্য চলছে তার সাক্ষাৎ প্রমাণ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন ২০২৫ শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৬ দশমিক ৪৯ শতাংশে; যা ইতিহাসের সর্বনিম্ন। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার অনেক নিচের এ প্রবৃদ্ধি রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলে প্রতীয়মান হয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সেপ্টেম্বর মাসের ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকে উঠে এসেছে এমন নেতিবাচক চিত্র। বিশেষজ্ঞদের মতে, উচ্চ মুদ্রাস্ফীতি, ব্যাংকিং খাতে অনিশ্চয়তা, ডলার ঘাটতি এবং বিনিয়োগ পরিবেশের অনিশ্চয়তা থাকায় উদ্যোক্তারা নতুন ঋণ নিতে আগ্রহী নন। এতে শিল্প ও ব্যবসা খাতের সম্প্রসারণ থমকে যাচ্ছে, যা কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যংকের তথ্য, চলতি অর্থবছরের আগস্ট শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৮ দশমিক ৮৮ শতাংশে। অন্যদিকে সরকারি খাতে ঋণপ্রবাহে রয়েছে বিপরীত চিত্র। জুন শেষে এই খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ০৯ শতাংশে, যা এক বছর আগের ৯ দশমিক ৬৬ শতাংশ থেকে অনেক বেশি। দেশের অর্থনীতি যে সুশীল সরকারের আমলে সুশীল অবস্থায় নেই তার প্রমাণ বেসরকারি খাতে ঋণপ্রবাহের নেতিবাচক চিত্র। যা সাক্ষ্য দেয় গত এক বছরে বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ার বদলে কমেছে। এই নেতিবাচক বাস্তবতায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা যাচ্ছে না। গত এক বছরে সরকার যে বৈদেশিক ঋণ নিয়েছে তা আগের ১৫ বছরের গড় ঋণের চেয়ে বেশি। অস্তিত্বের স্বার্থে সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হতে হবে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বেহাল অর্থনীতি
পুনরুদ্ধারে সচেষ্ট হোন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর