দুর্নীতির পাশাপাশি সামাজিক মাধ্যম নিষিদ্ধের পরিণতিতে নেপালে তরুণ-তরুণীদের প্রচণ্ড বিক্ষোভের মুখে চীনপন্থি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ছাত্র ও তরুণদের সামলানোর জন্য সেদেশের সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন। জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করলেও কারফিউ উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করছেন তরুণরা। সাবেক একজন প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করায় তার বৃদ্ধা স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার পর্যন্ত বিক্ষোভ ও সহিংসতায় এ নিয়ে ২২ জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শ। নেপালে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ভাঙনের মুখে পড়েছে বর্তমান ক্ষমতাসীন জোট সরকার। দেশটির সংসদের ২৭৫ আসনের মধ্যে ৮৯ আসনের দখল রয়েছে নেপালি কংগ্রেস পার্টির। দলটির জ্যেষ্ঠ নেতা শেখর কৈরালা তাঁর সমর্থকদের সরকার থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। মাওবাদী সেন্টারের নিয়ন্ত্রণে ৩২টি আসন, তারাও জোট সরকার ত্যাগের কথা ভাবছেন। জনতা সমাজবাদী পার্টিসহ অন্যান্য কয়েকটি ছোট দলও সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সংসদে এসব দলের প্রায় ১০টি আসন রয়েছে। পাশাপাশি ন্যাশনাল ইনডিপেন্ডেন্ট পার্টির ২১ জন এমপি একসঙ্গে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এ দলটি বিক্ষোভের কট্টর সমর্থক এবং সংসদ ভেঙে দিয়ে দেশে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। এতে জোটের সংখ্যাগরিষ্ঠতা ১৩৮ আসনের নিচে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিরোধী দলগুলো এখন অস্থায়ী সরকার গঠন এবং আগাম নির্বাচনের দাবি তুলছে। সেনাপ্রধান রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী কেপি অলি ব্যক্তিগত জীবনে একজন ত্যাগী মানুষ। অলির নেপাল কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী লেনিনবাদী) নেতা-কর্মীদের মধ্যে আদর্শবাদিতার মনোভাব থাকলেও সহযোগী দলগুলোর কাছে তারা ছিল অসহায়। সামাজিক গণমাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যে জনবিস্ফোরণ ঘটায় তা সবার জন্য শিক্ষণীয়।
শিরোনাম
- লিগ কাপের শেষ আটে ম্যানসিটি, টটেনহ্যামের বিদায়
- মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ অক্টোবর)
- প্যালেসের কাছে হেরে লিগ কাপ থেকে লিভারপুলের বিদায়
- ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
- পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
- ‘আমি সুন্দর হবো’ কনসার্টে গাইবেন সায়ান
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা