সরকারি গুদামের মজুত খাদ্য দ্রুত কমছে। আগস্টে ২২ লাখ টন খাদ্য মজুতের রেকর্ড গড়ে উঠেছিল। দুই মাস না কাটতেই ৮ লাখ টন কমে ১৪ লাখ ১ হাজার টনে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাড়ে ১৩ লাখ টন খাদ্যকে আপৎকালীন মজুত হিসেবে নিরাপদ বিবেচনা করা হয়। এর নিচে চলে গেলে খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ভাবা হয়। বর্তমানে মজুত আপৎকালীন মজুতসীমার কাছাকাছি। মজুত বাড়াতে ব্যর্থ হলে খাদ্যবান্ধবসহ অন্যান্য কর্মসূচি বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে। তবে আশঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন খাদ্য উপদেষ্টা। তাঁর মতে, খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে চাল যাচ্ছে। রেশনিংয়েও উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য যাচ্ছে। এ কারণে মজুত কমছে। জরুরি ভিত্তিতে ৪ লাখ টন সেদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০ হাজার টন আতপ চাল আমদানি হয়েছে। আমন মৌসুম সামনে রেখে ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের অভ্যন্তরীণ সংগ্রহ শুরু হবে। স্মর্তব্য নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে ১৭ আগস্ট থেকে। এবার সুবিধাভোগী পরিবারসংখ্যা ৫ লাখ বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে। ওএমএসসহ অন্যান্য কর্মসূচিতে খাদ্য বিতরণ বাড়ানোর কারণে মজুত কমছে। তবে অচিরেই যেহেতু বোরো ধান ঘরে উঠবে সেহেতু এ নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। চলতি বছর বোরোর চাষ সন্তোষজনক। আশা করা হচ্ছে রেকর্ড পরিমাণ বোরো ধান এ বছর কৃষকের ঘরে উঠবে। চলতি বছর চালের দাম বৃদ্ধি পাওয়ায় ধান উৎপাদনে উৎসাহী হয়েছে কৃষক। তারপরও আপৎকালীন মজুতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যাতে সংকট সৃষ্টি না হয় সে ব্যাপারে দিতে হবে বাড়তি মনোযোগ। চলতি বছর জুলাই থেকে এ পর্যন্ত চার মাসে ১৪ লাখ ৮৭ হাজার টন অর্থাৎ প্রায় ৪ কোটি মণ চাল ও গম আমদানি হয়েছে। বিপুল পরিমাণ খাদ্য আমদানি দেশের অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে। চাল ও গম উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। কৃষিশ্রমিকদের মজুরি দিতে গিয়ে কৃষকের পকেট শূন্য হচ্ছে। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষিতে যান্ত্রিকীকরণের সুযোগসুবিধা বাড়াতে হবে।
শিরোনাম
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
খাদ্য নিরাপত্তা
উৎপাদন খরচ কমাতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর