ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। সোমবার দুপুরে দুই ঘণ্টা এই অচলাবস্থা চলায় বিভিন্ন রুটে ট্রেনের সময়সূচি লন্ডভন্ড হয়ে যায়। অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়ে। তাদের সময় নষ্টের সঙ্গে অনেক জরুরি কাজেরও ক্ষতি হয়। সবচেয়ে নিন্দনীয় হলো- বিক্ষোভকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন, যাতে অনেকে আহত হন। দেশের সব বিভাগকে প্রদেশ করে জেলাকে বিভাগ, উপজেলাগুলোকে জেলা ঘোষণা করাই যায়। তাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে দেশের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। এসব চিন্তা-আলোচনা নানা মহলে মাঝেমধ্যে শোনাও যায়। নীতিনির্ধারণের উচ্চ মহলে ভাবনাচিন্তা-সিদ্ধান্ত হতেই পারে। কিন্তু একটা নির্দিষ্ট উপজেলাকে জেলা করার দাবি তুলে ধরতে অসংখ্য মানুষকে দুর্ভোগে ফেলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার হঠকারিতা অতি-অবশ্য দমনীয়। এর পেছনে কোনো স্বার্থান্বেষী মহল কলকাঠি নাড়ছে কি না, সেটাও খতিয়ে দেখা কর্তব্য। সমন্বিত পদক্ষেপ এবং কঠোর প্রতিরোধ ছাড়া এসব অপতৎপরতা বন্ধ হবে না। একটা উন্নয়নশীল দেশে নানা ক্ষেত্রেই মানুষের প্রত্যাশার বহু অপূরণ থাকে। মৌলিক মানবিক অধিকারগুলোই থাকে অনেকাংশে অধরা। যারা রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আসেন, দৃশ্যত তাদের প্রচেষ্টা-পরিকল্পনার অভাব থাকে না। নিদারুণ ঘাটতি থাকে সত্যিকার সদিচ্ছা, স্বচ্ছতা ও সততার। গত ৫৪ বছরে কমবেশি এমনটাই হয়েছে। কখনো গণতন্ত্রের নামে স্বৈরাচার, কখনো সেনাশাসন। আজও মজবুত গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি দেশটি। বঞ্চনার ক্ষোভ রয়ে গেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে। জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্র্তী সরকারের ১৫ মাস পূরণ হতে চলল। এদের কাছে জনগণ আকাশছোঁয়া প্রত্যাশা করেছিল। সংস্কার, বিচার, নির্বাচনের কর্মযজ্ঞে সর্বাধিক ব্যতিব্যস্ত থাকতে হলো সরকারকে। নতুন বাংলাদেশ বিনির্মাণ থেকে যাচ্ছে অসম্পূর্ণ। অপারগতা দেখা যাচ্ছে নানা ক্ষেত্রেই। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তৃত পরিসরে। রাজধানীর সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে একটি বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলো। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ভূমিকা লক্ষ করা গেল না। এসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরস্ত্র নিরাপত্তা বাহিনীও থাকে। মবের সামনে তাদের অসহায়তা মেনে নেওয়া যায়। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে হবে।
শিরোনাম
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
নাশকতা-অরাজকতা
প্রতিহতে কোনো ছাড় নয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর