বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে প্রতিবেশীদের চোখে চোখ রেখে, যথাযথ মর্যাদা ও যৌক্তিক স্বার্থরক্ষায় শক্তিশালী পররাষ্ট্রনীতির বিকল্প নেই। দীর্ঘদিন ধরে নতজানু পররাষ্ট্রনীতির অভিযোগ রয়েছে দেশের অতীত সরকারগুলোর বিরুদ্ধে। বলা হয় যে তাদের দৃঢ়তার অভাবেই অনেক ক্ষেত্রে দেশের ন্যায্য হিস্যা আদায় হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে অবমূল্যায়িত এবং অর্থনৈতিকভাবে লাগাতার ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে এসেও এ অবস্থা মেনে নেওয়া যায় না। ঘুরে দাঁড়াতে হবে জাতিকে। এসব বিষয়ে বিশদ আলাপ হয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের এক সংলাপ অনুষ্ঠানে। সেখানে বিশেষজ্ঞরা বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের কারণে স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশে শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করা সম্ভব হয়নি। পররাষ্ট্রনীতি কার্যকর ও সময়োপযোগী করতে হলে আগে অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে হবে। সুসংহত এবং অটুট জাতীয় ঐকমত্য ছাড়া পররাষ্ট্রনীতি শক্তিশালী করা সম্ভব নয়। বুঝতে হবে যে পররাষ্ট্রনীতি কেবল এই মন্ত্রণালয়ের কাজ নয়। এর মূল নির্দেশনা আসে সরকারের শীর্ষ নির্বাহীর পর্যায় থেকে। দেশের অভ্যন্তরীণ মতভেদ ও দ্বন্দ্বে সে নির্দেশনা দুর্বল হয়ে পড়ে। দুঃখজনকভাবে দলীয় স্বার্থে বহিঃশক্তির শরণাপন্ন হওয়া, এমনকি তাদের ব্যবহার করার ঝুঁকিপূর্ণ প্রবণতাও আকসার দেখা যায়। যা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি দুর্বল করে দেয় এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করে। এই অমর্যাদাকর আত্মবিধ্বংসী প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যে বলীয়ান হয়ে সুদূরপ্রসারী সুষ্ঠু পরিকল্পনায়, সময়োপযোগী পররাষ্ট্রনীতি গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থান-উত্তর পরিবর্তিত প্রেক্ষাপটে সে সুযোগ তৈরি হয়েছে। এর সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে অধিকতর দৃঢ়, চৌকশ ও শক্তিশালী জাতিসত্তা নিয়ে হাজির হতে হবে। কথা বলতে হবে- সমতা ও মর্যাদার দৃপ্তকণ্ঠে। নিজেদের ন্যায্য হিস্যা আদায়ে অর্জন করতে হবে উপযুক্ত কূটনৈতিক সক্ষমতা। তেমন পররাষ্ট্রনীতি ও শক্তি এখন সময়ের সংগত দাবি।
শিরোনাম
- ঠাকুরগাঁওয়ে জুলাই আন্দোলনের স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়লেন শহীদদের মায়েরা
- কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
- রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- গোপালগঞ্জে ৬৪৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- ইউএনও’র স্বাক্ষর জালিয়াতি, পদ হারালেন জামায়াত নেতা
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- ১৮তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেল ৩ বছরের শিশু!
- আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- কিয়েভে আবারও ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ৩১
- ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম
- গাজায় গণহত্যার নিন্দা জানালেন ইসরায়েলি লেখক গ্রসম্যান
- যে কারণে ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ
- রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
- গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
শক্তিশালী পররাষ্ট্রনীতি
অটুট জাতীয় ঐক্য যার পূর্বশর্ত
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর