ঐক্য-অনৈক্যের দোলাচলে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ দুলছে। রাষ্ট্র সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক দেশের জনগণ। তাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্ধারণ করতে পারেন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। দেশে জনগণের দ্বারা নির্বাচিত সরকার নেই। নেই নির্বাচিত সংসদ। ফলে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের সনদ প্রণয়ন করতে চাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির আগেই তা প্রণয়ন অনেকটা সরকারের বিধিবদ্ধ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তবে সনদের নামে সব ব্যাপারে মাথা ঘামানোর প্রবণতা ইতোমধ্যে মতান্তরের যে জট সৃষ্টি করেছে, তাতে শেষ অবধি জনপ্রত্যাশা কতটা পূরণ হবে, সে সংশয় থেকেই যাচ্ছে। প্রথম পর্যায়ের আলোচনায় সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে কমিশনের পক্ষ থেকে উত্থাপিত ১৬৬টি প্রস্তাবের মধ্যে রাজনৈতিক দলগুলো অনেক ইস্যুতে একমত হয়েছে, আবার অনেক বিষয়ে হয়নি। দীর্ঘ আলোচনা শেষে ৬২টি বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এর আগে কমিশনের পক্ষ থেকে ঐকমত্যে পৌঁছানো ৬২টি বিষয় প্রস্তাব আকারে মোট ৩৮টি দলের কাছে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিনটি দল তাদের মতামত কমিশনকে ফেরত দেয়নি। ৩৫টি দল প্রথম পর্যায়ের আলোচনার মতামত জানিয়েছিল। কমিশনের পক্ষ থেকে উত্থাপিত ১৬৬টি প্রস্তাবের মধ্যে সংবিধান সংস্কারই ছিল প্রধান আলোচনার বিষয়। প্রথম পর্যায়ের আলোচনায় সংবিধান সংস্কার ইস্যু, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় একমত হয়েছে ৩০ দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণকারীরা সব বিষয়ে একমত হতে পারেনি। কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাও করছে না। যেসব দলকে তারা আলোচনায় ডাকেনি তারা অন্তত দেশের এক-তৃতীয়াংশ মানুষের সমর্থনধন্য। সেহেতু কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সংযমী হতে হবে।
শিরোনাম
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে
- 'মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব'