মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় অনিক মাতুব্বর (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার মন্টু ভূঁইয়া সড়কে এ ঘটনা ঘটে। আহত অনিক মাদারীপুর পৌর এলাকার মিঠু মাতুব্বরের ছেলে।
তিনি জানান, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে হঠাৎ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তাকে একা পেয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে তার পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
অনিক অভিযোগ করে বলেন, “বিসিক শিল্পনগরীর কিশোর গ্যাংয়ের সদস্য রাব্বি, সবুজ, সিয়াম ও সজল আমার বন্ধুদের সঙ্গে শত্রুতার জেরে আমাকে হামলা করেছে। আমার সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আমি এই ঘটনার বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম