গাইবান্ধা সদরে পুকুর থেকে তাহেরা বেগম (৪০) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের চকবুরুল এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত তাহেরা বেগম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত আবু তালেবের মেয়ে।
স্থানীয়রা জানান, তাহেরা বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তার মাথারও সমস্যা ছিল। পথে ঘাটে বিভিন্ন যায়গায় ঘুরে এর ওর কাছে চায়য়্যা চিনতে খাইতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বাদিয়াখালি ইউনিয়নের চকবুরুল এলাকার রাস্তার পাশে এক পুকুরে লাশ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের ধারণা, এ পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ খিঁচুনি উঠলে হয়তো তাহেরা পুকুরে পড়ে যান এবং সেখানেই মারা যান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, প্রাথমিক ভাবে তাহেরা বেগমের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম