সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগিরই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। বুধবার ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যকালে সেনাপ্রধান বলেছেন দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসনসহ সব সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধু সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে, যা হতাশাজনক। দেশিবিদেশি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি আরও অবনতি ঘটাতে যাচ্ছে, যাতে ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে। মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। বর্তমান পরিস্থিতিতে দেশ ও জনগণের কোনোরকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না। কাউকে করতেও দেবে না। দেশের এক ক্রান্তিলগ্নে সেনাপ্রধানের বক্তব্য খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বের। প্রথমত সেনাপ্রধান দেশে যে নৈরাজ্য চলছে, তা সামাল দেওয়ার ব্যাপারে জোরালো তাগিদ দিয়েছেন। এজন্য দ্রুত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ওপরও গুরুত্বারোপ করেছেন। করিডর ও বন্দরের মতো বিষয়ে অনির্বাচিত সরকারেরর পদক্ষেপ নেওয়া যে ঠিক হবে না, সে বিষয়টিও তিনি স্পষ্ট করেছেন। বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জনগণের বাহিনী হিসেবে অভিধা পেয়েছে এ বাহিনী। গত ৯ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসদস্যরা যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসার দাবিবার। দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার যে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান, তাতে দেশের ১৮ কোটি মনুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে সরকারকে এ পথেই হাঁটতে হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নে গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি পোর্টাল
- রাজধানীর চার হাসপাতালে র্যাবের অভিযান, ১৫ দালাল আটক
- চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানকে আটকে পুলিশে সোপর্দ
- ৪৯৭৮ হাজি ফেরত পাবেন ৮ কোটি ২৯ লাখ টাকা
- লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান