শিক্ষকসংকট, উপকরণের অভাব, পিছিয়ে পড়া কারিকুলামসহ নানা সমস্যায় জর্জরিত দেশের কারিগরি শিক্ষা। সব মিলে সংকটে এই শিক্ষা। উন্নত বিশ্বে মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ কারিগরিতে থাকলেও বাংলাদেশে এ হার ২০ শতাংশের নিচে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজগুলোতে প্রায় ৭৫ শতাংশ শিক্ষকের ঘাটতি রয়েছে। রয়েছে শ্রেণিকক্ষ এবং ল্যাবরেটরির সংকট। সোমবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে গবেষকরা এসব তথ্য তুলে ধরেন। গবেষণায় দেখা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা এক-চতুর্থাংশের বেশি শিক্ষার্থীই গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন না। তার আগেই ঝরে পড়েন। দুঃখ ও দুর্ভাগ্যজনক চিত্র হচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয় বা বুয়েটে একজন শিক্ষার্থীর পেছনে রাষ্ট্রের যে ব্যয়, পলিটেকনিকে সে তুলনায় অত্যন্ত যৎসামান্য। এটাকে সংগত কারণেই সংশ্লিষ্টরা কারিগরি খাতের প্রতি অনুচিত বৈষম্য বলে মনে করেন এবং এসব কারণেই কারিগরি শিক্ষা এ রকম বেহাল। শিক্ষাবিদরা গোটা ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন। কারিগরি শিক্ষা শেষে শিক্ষার্থীরা কোন ধরনের কাজে সম্পৃক্ত হচ্ছেন, তা নিবিড়ভাবে লক্ষ করা দরকার। এ শিক্ষার প্রতি মানুষের ভুল ধারণাগুলো দূর করতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা প্রয়োজন। এর প্রতি অধিকসংখ্যক মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। কারিগরি শিক্ষিতদের জন্য সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে অধিকসংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা এবং পেশা ক্ষেত্রে তাদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এদের বিশেষ প্রাধান্য দিতে হবে। বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষা অত্যন্ত কার্যকর মাধ্যম। এ থেকে সর্বোচ্চ সুফল লাভে সংশ্লিষ্ট সব মহলকে সক্রিয় হতে হবে। লাগসই পদক্ষেপ নিতে হবে যেন কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তি সমাজে মাথা উঁচু করে, জোর কদমে দেশ গঠনের সব ক্ষেত্রে এগিয়ে গিয়ে, উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
শিরোনাম
- যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ড সংখ্যক আমেরিকানের আবেদন
- জার্মানিতে রেলওয়ে স্টেশনে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আহত ১২
- সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত
- শহীদ সাকিবের কবর জিয়ারত করলেন গৃহায়ন উপদেষ্টা
- সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত
- ফিলিস্তিনের ১,০০০ শহীদ পরিবারের সদস্য হজে যাচ্ছেন সৌদির খরচে
- রাস্তায় গাড়িতে বসে অশালীন ভঙ্গির শিকার বলিউড গায়িকা
- নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র সংকটে পড়বে : সিপিবি
- ১২ মিনিটে কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেল দুর্বৃত্তরা
- বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে : চরমোনাই পীর
- ৮ ছক্কায় ১৬ বলে ফিফটি, ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
- ‘রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোর নয়’
- ‘জনগণ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পর প্রধান উপদেষ্টার মর্যাদাপূর্ণ বিদায় চায়’
- ভারতীয় নারী ক্রিকেটে কেলেঙ্কারি, সতীর্থের নামে চুরির মামলা
- দিল্লি থেকে দেশকে বিভাজিত করার ছক কষা হচ্ছে : নাহিদ
- এখন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন: নজরুল ইসলাম খান
- স্বপ্নের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মোহামেডানের উল্লাস
- বিতর্কের পর অবশেষে বিক্রি ১৭০ বছরের পুরোনো ডেইলি টেলিগ্রাফ
- সব অংশীজনকে ঐক্যবদ্ধের আহ্বান মামুনুল হকের
- ‘সিংহাম রিটার্নস’-কেও ছাড়িয়ে গেল ‘রেইড টু’