নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাভানা ভূঁইয়া সিটি ভাণ্ডারীর পুল লেকপাড় এলাকায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে ও পরে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”
নিহতের বাবা মাহমুদ আল শামীম সাংবাদিকদের বলেন, “আমাদের একটি ওয়ার্কশপ রয়েছে। পায়েল আমার সঙ্গে সেখানেই কাজ করত। আজ আমি বাসায় ছিলাম। বিকেলে সে বাসা থেকে বের হয়। পরে সন্ধ্যায় খবর পাই, কে বা কারা তাকে লেকপাড় এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা পরে ঢামেকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।”
তবে কে বা কারা এবং কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নিহত পায়েল সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকার আতাউর রহমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওই কিশোর নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।”
বিডি প্রতিদিন/আশিক