বর্তমান উন্নত প্রযুক্তির দুনিয়াতেও অনেক মানুষের মনজুড়ে আছে কুসংস্কার। ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। বলিউড দুনিয়াতেও বারবার উঠে এসেছে এই বিতর্কিত বিষয়। অনেক বলি অভিনেত্রীদের দিকে উঠে এসেছে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর অভিযোগ। বিষয়টি তুলে ধরা হলো...
কঙ্গনা রানাউত
এই অভিনেত্রীর সাবেক প্রেমিক অধ্যয়ন সুমন দাবি করেছিলেন, কঙ্গনা নাকি তার ওপর কালা জাদু করেছিলেন। সম্পর্কে থাকাকালীন নানাভাবে তন্ত্রসাধনার সঙ্গে নাকি জড়িয়ে থাকতেন অভিনেত্রী। পরবর্তীকালে রসিকতা করে এই মন্তব্যের উত্তর দিয়েছিলেন কঙ্গনা। তাঁর দাবি ছিল, ডাইনিবিদ্যা একটি পুরোনো বিষয়। তাই ঘুরিয়ে এই ডাইনিবিদ্যার সমর্থন করেছিলেন তিনি।
কিয়ারা আদভানি
সিদ্ধার্থ মালহোত্রার ওপর নাকি কালা জাদু করেছিলেন কিয়ারা। এমন অভিযোগ করেছিলেন সিদ্ধার্থেরই দুই অনুরাগী। সেই দুই অনুরাগী দাবি করেছিলেন- কিয়ারা নাকি কালা জাদু করেছেন সিদ্ধার্থের ওপর। অভিনেতার এমনই অবস্থা, নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার অধিকারও তাঁর নেই। তবে এই গুজবে কান দেননি তারকা দম্পতির কেউই।
রিয়া চক্রবর্তী
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তো ছিলই। এমনকি অভিযোগ ছিল, তিনি নাকি প্রয়াত অভিনেতার ওপর ‘কালা জাদু’ করেছিলেন। পরে রিয়া নিজেই বলেছিলেন, ‘আমি মাঝেমধ্যে নিজেই মজা করে বলি, আমি অলৌকিক শক্তির অধিকারিণী। একটা ঘরে ঢুকেই আমি উপস্থিত মানুষকে দুই ভাগে ভাগ করে নিই। একদল মানুষ আমায় বলে, আমি ডাইনি, আমি কালা জাদু করি। অন্য দলের মানুষ আমায় দেখে সাহসী ও শক্তিশালী বলে। কারা কী ভাবছেন, আমি মুহূর্তে বুঝতে পারি।’