তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ের নতুন মূল্য আজ মঙ্গলবার বিকেলে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবরে সিপি অনুযায়ী এ মূল্য নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বিকেল ৩ টায় নতুন দাম ঘোষণা করা হবে। দাম বাড়বে না কমবে, তা জানা যাবে ওই সময়ই।
এর আগে, গত ২ সেপ্টেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে, আগস্টে ৯১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ২৭৩ টাকা। একই সময় অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়।
বিডি-প্রতিদিন/শআ