গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। ‘গুগল পে’ নামে পরিচিত এই সেবা আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় শুরু হতে যাচ্ছে।
গুগল পে-এর অন্যতম বিশেষত্ব হলো, স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকরা ‘ডিজিটাল ওয়ালেট’ সেবা দিতে পারবে। এজন্য আলাদা প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা, সবকিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (বাংলাদেশি মুদ্রায়) গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন। তারা যেকোনো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন)-সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল