গত এক বছরে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে বড় ধরনের ধস নেমেছে। ২০২৪ সালের মে মাসে যেখানে ভারত ছিল বাংলাদেশি কার্ড ব্যবহারকারীদের সর্বোচ্চ ব্যয়ের গন্তব্য, ২০২৫ সালের মে মাসে সেটি নেমে এসেছে সপ্তম স্থানে। গত বছরের মে মাসে ভারতে ক্রেডিট কার্ড দিয়ে বাংলাদেশিরা খরচ করেছিল ৭৬ কোটি পাঁচ লাখ টাকা, আর চলতি বছরের মে মাসে তা নেমে এসেছে মাত্র ২১ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে ভারতে লেনদেন কমেছে ৫৫ কোটি টাকা।
এমনকি মাসওয়ারি তুলনায় দেখা যায়, চলতি বছরের এপ্রিলেও ভারতে খরচ হয়েছিল ৩১ কোটি টাকা, যা মে মাসে কমে দাঁড়ায় ২১ কোটিতে।
এই ধসের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সরকারের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ। এর ফলে বাংলাদেশিদের ভারতমুখী ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যায়, যার প্রভাব পড়ে কার্ড লেনদেনেও।
বিপরীতে চীনে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে চোখে পড়ার মতো উল্লম্ফন দেখা গেছে।
গত বছর যেখানে চীনের নামই ছিল না শীর্ষ ব্যয়ের তালিকায়, সেখানে চলতি বছরের মে মাসে দেশটি উঠে এসেছে দ্বিতীয় স্থানে। মে মাসে চীনে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ৪০ কোটি চার লাখ টাকা, যা আগের মাসে ছিল মাত্র ১১ কোটি তিন লাখ। এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ২৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে বাংলাদেশিরা বিদেশে মোট ৩৮৬ কোটি পাঁচ লাখ টাকা খরচ করেছে, যা আগের মাস এপ্রিলের তুলনায় ৮১ কোটি টাকা কম। ২০২৪ সালের মে মাসের তুলনায়ও খরচ কমেছে ৭০ কোটি টাকা।
দেশভিত্তিক ব্যয়ের তালিকায় সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে ৫৩ কোটি ৫০ লাখ টাকা। এরপর রয়েছে চীন (৪০ কোটি), থাইল্যান্ড (৩৫ কোটি), যুক্তরাজ্য (৩৪ কোটি), সিঙ্গাপুর (৩২ কোটি), মালয়েশিয়া (২৪ কোটি), নেদারল্যান্ডস ও সৌদি আরব (প্রতিটিতে ১৭ কোটি), কানাডা (১৬ কোটি), ইউরোপীয় ইউনিয়ন (১৩ কোটি) এবং অস্ট্রেলিয়া (১২ কোটি টাকা)। অন্যান্য দেশে খরচ হয়েছে ৬৭ কোটি টাকা।
ক্রেডিট কার্ড লেনদেন কমে আসার কারণ হিসেবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফলে তাঁরা বিদেশে লেনদেন করতে পারছেন না, এমনকি ব্যাংকে টাকা থাকলেও সেই অর্থ বিদেশে খরচ করা যাচ্ছে না। এটি বৈদেশিক কার্ড ব্যবহার হ্রাসের অন্যতম কারণ হিসেবে কাজ করছে।
এদিকে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ বাড়িয়েছেন। চলতি বছরের মে মাসে তাঁরা মোট ২৭৭ কোটি টাকা খরচ করেছেন, যা এক মাস আগের এপ্রিলের তুলনায় ১৫ কোটি টাকা বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা খরচ করেছেন ১১৭ কোটি, যুক্তরাজ্যের নাগরিকরা ২১ কোটি এবং ভারতীয় নাগরিকরা খরচ করেছেন ১৬ কোটি টাকা।
দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতাও বেড়েছে। ২০২৫ সালের মে মাসে দেশে কার্ড ব্যবহার করে খরচ হয়েছে তিন হাজার ২২০ কোটি টাকা, যা এপ্রিল মাসের তিন হাজার ১৬ কোটি টাকার তুলনায় ২০৪ কোটি টাকা বেশি। সব মিলিয়ে, দেশের অভ্যন্তরে কার্ড ব্যবহার বাড়লেও বিদেশে ব্যবহারে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল