শিয়াল মামা যাচ্ছে ছুটে
কাঁপছে সে থরথর
বাঘকে বলে দৌড়ে পালাও
ব্যাঙের গায়ে জ্বর।
সিংহের কাছে এলো হরিণ
শুনছো কি ভাই খবর?
বনের ভেতর ছুটছে সবাই
ব্যাঙ দিয়েছে কবর।
ঘোড়া হলেন চিন্তিত বেশ
কোথায় যাব বল্
সঙ্গের সাথী জিরাফ বলল
বন ছেড়ে যাই চল।
ভয়ানক এক জ্বর হয়েছে
মরছে শত ব্যাঙ
গাছের ডালে বানর মামার
দুলছে দুটো ঠ্যাং
কি করা যায় ভাবছে বসে
কুল খুঁজে না পায়
বনের রাজা বলল শোনো
মনের বাঘে খায়।
ব্যাঙের যদি চিকিৎসা হয়
আমরা যাব বেঁচে
কোথায় আছে এমন বৈদ্য
জলদি আনো নেচে।