সাদা মেঘে পাল তুলেছে
নীল আকাশের বুকে,
শরৎ এলো সোনার রোদে
মনটা কাড়ে সুখে।
নদীর ধারে কাশের বনে
লেগেছে আজ দোলা,
মাঠের বুকে সবুজ ঘাসে
বাতাস করে খেলা।
সাদা কাশের নাচন দেখে
শিউলি ঝরে পড়ে,
শিশির ভেজা ঘাসের ডগা
মুক্তো দিয়ে গড়ে।
মাঠজুড়ে আজ ধানের মেলা
হাসে চাষির মন,
এদিক ওদিক উড়ছে পাখি
ডাকছে সারাক্ষণ।