শিয়াল মামা বনের ধারে
দিছে শুঁটকির দোকান,
চতুর বিড়াল খুশিতে কয়
মামা জানের জান।
ভাবনা কিসের শিয়াল মামা
আমি পাহারাদার,
আমার ভয়ে শুঁটকিতে কেউ
হাত দেবে না আর।
বিশ্বাস করে বিড়ালকে সব
দায়িত্ব দিলে তাকে,
চতুর বিড়াল শুঁটকি খায় যে
কাজের ফাঁকে ফাঁকে।
শুঁটকির দোকান খালি হলে
বিড়াল কেটে পড়ে,
ক’দিন পরে শিয়াল এসে
হায় হায় শুরু করে।