মা ভেবেছে এই তো খোকা
তুলতে গেলো যেই,
আইডি কার্ডটা একলা পড়ে
মায়ের খোকা নেই।
আসবে না আর ছোট্ট খোকা
ফিরবে না আর ঘরে,
বলবে না আর কী করেছে
সারাটা দিন ধরে।
পুড়ে গেছে ছোট্ট খোকা
হাসবে না’তো আর,
বলবে না’তো বলতো মা
ঐ তারাটা কার?
মা ভেবেছে এই তো খোকা
তুলতে গেলো যেই,
আইডি কার্ডটা একলা পড়ে
মায়ের খোকা নেই।
আসবে না আর ছোট্ট খোকা
ফিরবে না আর ঘরে,
বলবে না আর কী করেছে
সারাটা দিন ধরে।
পুড়ে গেছে ছোট্ট খোকা
হাসবে না’তো আর,
বলবে না’তো বলতো মা
ঐ তারাটা কার?